সেবা প্রদান প্রতিশ্রুতি (Citizen's Charter)
দুদকে অভিযোগ করতে দুদকে স্থাপিত হট লাইন, ১০৬ (টোল ফ্রি)-তে কল করা যেতে পারে।
পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠান
গণকবাড়ি, সাভার, ঢাকা - ১৩৪৯
ফোন: +৮৮-০২-৭৭৮৯৪২৪, ফ্যাক্স: +৮৮-০২-৭৭৮৯৩৩৭
ই-মেইল: icsbaec@gmail.com
ইনস্টিটিউ অব কম্পিউটার সায়েন্স এর তিনটি ডিভিশন নিম্নরূপ -
সাভারস্থ ইনস্টিটিউট অব কম্পিউটার সায়েন্স-এর দক্ষ বিজ্ঞানীগণ কমিশনের বিভিন্ন গবেষণাগারের উন্নত ধরনের কম্পিউটার সংযোজন/প্রতিস্থাপন ও রক্ষণাবেক্ষণের পাশাপাশি গবেষণা ও উন্নয়ন কার্যক্রমে সহযোগিতা প্রদানের লক্ষ্যে কম্পিউটার প্রযুক্তি ক্ষেত্রে দক্ষ জনবল তৈরীর প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করে আসছে। এ ইনস্টিটিউট কম্পিউটারের ব্যবহার, হার্ডওয়ার ব্যবস্থাপনাসহ বিভিন্ন ধরনের কোর্স আয়োজন করে থাকে এবং প্রতিবছর এসব কোর্সে কমিশন ও কমিশনের বাইরের বিভিন্ন সরকারী/বেসরকারী প্রতিষ্ঠানের উল্লেখযোগ্য সংখ্যক প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করে থাকে। এছাড়া, কমিশনের আভ্যন্তরীন ব্যবহারের জন্য প্রয়োজনীয় সফটওয়ার উদ্ভাবন/পরিবর্ধন কার্যক্রম অব্যাহত আছে।
প্রশিক্ষণ : পলিটেকনিক ইনষ্টিটিউটের ছাত্রদের জন্যে তিন মাস ব্যাপী "Industrial Attachment Training" শীর্ষক কোর্স সম্পন্ন করা হয়েছে এবং এ কোর্সে ১০ (দশ) জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেছিল।
থিসিস তত্ত্বাবধান : বিএসসি ও এমএসসি পর্যায়ের ৬টি গবেষণামূলক নিবন্ধ তত্ত্বাবধান করেছে।
প্রকাশনা : আন্তর্জাতিক জার্ণালে দুটি বৈজ্ঞানিক প্রবন্ধ প্রকাশিত হয়েছে।